মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১৪ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে আইলিগ ট্রফি ফেরত চাইল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট ট্রফি দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পরেও ফেডারেশনের তরফে ট্রফি দেওয়া হয় চার্চিলকে। রবিবার আদালতের তরফে ফেডারেশনকে জানানো হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।
এমনকি, কোনও ধরনের আনুষ্ঠানিক পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করতেও নিষেধ করে। কিন্তু, সেই নির্দেশ অগ্রাহ্য করেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ চার্চিল ব্রাদার্সের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। তারপর আবার ফেডারেশনের তরফে দাবি করা হয়, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায় সংক্রান্ত খবর তাদের কাছে পৌঁছায়নি। কারণ, রবিবার ফেডারেশনের সচিবালয় বন্ধ ছিল।
এরপরেই, সোমবার ফেডারেশন বাধ্য হয়ে চার্চিল ব্রাদার্সকে ট্রফি ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠায়। এক ফেডারেশন কর্মকর্তা জানান, ‘সোমবার আমরা চার্চিল ব্রাদার্সকে ট্রফি ফেরত দিতে লিখিতভাবে অনুরোধ করেছি। আমরা আদালতের নির্দেশ মেনে চলতে বাধ্য। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব’। ফেডারেশনের এই নির্দেশের পর জরুরি তদন্তের দাবি জানিয়েছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কাইটানো ফার্নান্ডেজ।
উল্লেখ্য, এবারের আইলিগ শেষে চার্চিল ব্রাদার্স ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। কিন্তু গোয়ার ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি সেদিনই। অ্যাপিল কমিটির বৈঠকের পর চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইন্টার কাশি। ক্লাবের তরফে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা করা হয়। ইন্টার কাশি লিগ শেষ করে ৩৯ পয়েন্টে। সমস্যা ইন্টার কাশি এবং নামধারি এফসি ম্যাচকে কেন্দ্র করে।
সেই ম্যাচে ০-২ গোলে হারে কাশি। কিন্তু ম্যাচের পর ফেডারেশনের কাছে অভিযোগ জানায় হাবাসের দল। দাবি, ম্যাচে অবৈধভাবে ক্লেডসন কার্ভালহো দ্য সিলভাকে খেলানো হয়েছে। চারটে হলুদ কার্ড থাকায় তাঁর নির্বাসিত থাকার কথা। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সেই ম্যাচের তিন পয়েন্ট ইন্টার কাশিকে দেয়। কিন্তু তারওপর সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়। তাতে প্রতিবাদ জানায় কাশি। কিন্তু কোনও লাভ হয়নি। অর্থাৎ, সেই তিন পয়েন্ট হাবাসের দলকে দেওয়া হচ্ছে না। ফলে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবার ট্রফি দেওয়া নিয়ে ফের শুরু হল বিতর্ক।
নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া